এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে রোগী পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স সেবা “হ্যালো ছাত্রলীগ” চালু করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ। শুক্রবার (১ জানুয়ারী) সকালে রোগী পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি।
পরে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে রোগী পরিবহনের জন্য এ্যাম্বুলেন্সটি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়। এই উপলক্ষে শহরের অরুন সারকী টাউনহলে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ জেলা ছাত্রলীগ, যুবলীগ, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানায়। যে কোন দুর্যোগে ছাত্রলীগ মানুষের পাশে ছিল এবং পাশে আছে অসহায় রোগীদের জন্য ছাত্রলীগের এ্যাম্বুলেন্স সেবা এটি বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা বান্দরবান ছাত্রলীগ বাংলাদেশের জন্য মডেল হিসেবে বিবেচিত হবে।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ বড়–য়া বলেন, রোগী পরিবহনে বান্দরবানে এ্যাম্বুলেন্স এর সংকট থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর অসহায় রোগীদের কথা ভেবে ছাত্রলীগের পক্ষ থেকে এ্যাম্বুলেন্স প্রদানের উদ্যোগটি গ্রহণ করেন। তার অক্লান্ত পরিশ্রম ও বিশেষ ভূমিকা এবং ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী পরিবারের সহযোগিতায় এ্যাম্বুলেন্সটি নেয়া হয়েছে। যে কেউ ফোন করে হ্যালো ছাত্রলীগ এই এ্যাম্বুলেন্স সেবাটি গ্রহণ করতে পারবে। এ্যাম্বুলেন্স সেবাটি পরিচালনার জন্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়েছে।