শেরপুর : নুরুল ইসলাম গাজী (৫৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে শেরপুরে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শেরপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার হাওড়াগড় বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সদর উপজেলার হালগড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর থানার কয়েকজন পুলিশ সদস্য নুরুল ইসলামের সিএনজি নিয়ে ঢাকা-শেরপুর মহাসড়ক টহল দিচ্ছিল। এসময় হাওড়াগড় বাঁশতলা এলাকায় সিএনজি থামিয়ে নেমে রাস্তায় দাড়ান চালক নুরুল ইসলাম। দাড়ানো মাত্রই পেছন থেকে একটি চলন্ত প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পুলিশ চালকসহ প্রাইভেটকারটি আটক করেছে।