আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। রোববার (৩ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। আরব নিউজ এই তথ্য জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বেলা এগারোটা থেকে আকাশ, নৌ ও সড়ক পথে সৌদি আরবে প্রবেশ শুরু হচ্ছে।
তবে এরপরও কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে এমন দেশ থেকে আগত ব্যক্তিদের দেশটিতে প্রবেশের আগে অন্তত ১৪ দিন সেই দেশগুলোর বাইরে থাকতে হবে। এছাড়া সৌদি আরবে প্রবেশের পর তাদের নিজ বাড়িতে রেখে ১৪ দিন পর্যবেক্ষেণে রাখা হবে।
বিশ্বের কয়েকটি দেশে কোভিড-১৯ নতুন স্ট্রেন ছড়িয়ে পড়তে শুরু করলে গত ২১ ডিসেম্বর ফ্লাইট বন্ধের এই নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সেই সময় জানানো হয়।
এখন পর্যন্ত সৌদি আরবে মোট করোনা আক্রান্তে সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ২৩০ জন।
ইতোমধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের করোনার টিকা দেওয়া শুরু করেছে সৌদি আরব। এতে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক কমতে শুরু করেছে। শনিবার সৌদি আরবে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১০১ জন, যা গত নয় মাসের মধ্যে সবচেয়ে কম। শুধু তাই নয়, দেশটির দুটি রাজ্যে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।