1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

জাহেদ আলী চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বৃহত্তর ময়মনসিংহের জাতীয়তাবাদী রাজনীতির সিংহ পুরুষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী’র ১০ম মৃত্যুবার্ষিকী আজ। গত ২০১১ সালের এই দিনে (৪ জানুয়ারি) ভোরে তিনি ঢাকাস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী পূবালী কনস্ট্রাকশন এর স্বত্তাধিকারী আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী নালিতাবাড়ী ও নকলা বিএনপি’র হাল ধরে এ আসন থেকে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হন। প্রথম নির্বাচনে তিনি সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সাথে বিপুল ভোটে পরাজিত হলেও হাল ছাড়েননি। যদিও বিএনপি তখন সরকার গঠন করে। ধীরে ধীরে এ দুই উপজেলা ছাড়াও গোটা শেরপুর জেলা বিএনপিতে তিনি বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করে বিএনপিকে শক্তিশালী করেন। দৃঢ় মনোবল, নিরলস প্রচেষ্টা, উদারতা-দানশীলতা আর দলের প্রতি দায়িত্ববোধ থাকায় জেলা বিএনপি’র রাজনীতিতে তার হাত ধরেই পরিবর্তনের হাওয়া লাগে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে তিনি কয়েকদিনের জন্য সংসদ সদস্যও নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগের আন্দোলনের মুখে ওই সরকার ভেঙ্গে দেওয়ার পর পরর্বর্তী নির্বাচনে বেগম মতিয়া চৌধুরী বিজয়ী হন। কিন্তু রাজনীতির হাল ছাড়েননি জাহেদ আলী চৌধুরী। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তার নেতৃত্বে সরকারের বিরুদ্ধে গড়ে তোলেন কঠোর আন্দোলন। এরই ফলশ্রুতিতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রতিযোগিতা করে আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী বিজয়ী হন। এসময় বিএনপি সরকার গঠন করায় তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পান। একইসঙ্গে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। নেতৃত্বে আসেন কেন্দ্রীয় বিএনপি’র। সেখানে তিনি প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কিন্তু রাজনীতির ভরা যৌবনে এসে ২০১১ সালের ৪ জানুয়ারি ভোরে ঢাকাস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ মহান নেতা মৃত্যুবরণ করেন। এরপর থেকেই নকলা নালিতাবাড়ীর বিএনপি’র রাজনীতি অভিভাবকহীন হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com