শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে বিতরণকৃত শীতবস্ত্র আনতে গিয়ে চলন্ত অটোবাইক থেকে ছিটকে পড়ে হিরামন চিরান নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার সীমান্ত সড়ক মায়ের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরামন চিরান উপজেলার খারামোরা গ্রামের হিরো রেমার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কার্যালয় থেকে বিনামূল্যে শীতবস্ত্র আনতে অটোবাইকে চেপে নানী হেলেনা চিরানের সাথে বাবেলাকোনা যাচ্ছিল শিশু হিরামন। পথিমধ্যে মায়ের মাজার এলাকায় পৌছলে চলন্ত অটো থেকে অসাবধানতাবশত নানী-নাতনি ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যতরত চিকিৎসক হিরামন চিরানকে মৃত ঘোষণা করেন।