রফিকুল ইসলাম, যশোর : মুজিব শত বর্ষ উপলেক্ষ ২০২০-২০২১ অর্থবছরে ভূমীহিন ও গৃহহিনদের মাঝে গৃহ প্রদান কর্মসুচির আওতায় বাস্তবায়িত নির্মান কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহাম্মদ শাহীন ইমরান।
৩জানুয়ারী রবিবার বিকাল ৫টায় শার্শা উপজেলার উলাশী জিয়া মঞ্চে ও কাঠুরিয়ার গ্রামের আম বাগানে নির্মানাধিন ঘরের নির্মান কাজ ঘুরে দেখেন এবং তিনি সন্তোস প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহাম্মদ শাহীন ইমরানের পরিদর্শনকালে তার সাথে আরো ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমী) রাশনা শারমিন মিথি, উপজেলা প্রকৌশলী মামুন হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হোসেন.ও সরকারি অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।