শ্রীবরদী (শেরপুর) : জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই নিরাপদ খাদ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন আশরাফুল আলম, নিরাপদ খাদ্য কর্মকর্তা শেরপুর।
সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াদুদ, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, আব্দুল হালিম, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল।
এসম উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, হোটেল মালিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।