আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়ে নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দিয়েছেন।
বুধবার ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ক্যাপিটল হিলে ঢুকে পড়ে। এতে কিছুক্ষণের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন বন্ধ রাখা হয়। ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবন কার্যত কয়েক ঘণ্টা দখল করে রাখে। পরে ভবন থেকে বিক্ষোভকারীদের বের করে দিয়ে আবারো শুরু হয় অধিবেশন এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ট্রাম্প এক বিবৃতিতে আগামী ২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।
তিনি বলেছেন, ‘যদিও আমি এই নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করি এবং প্রকৃত ঘটনায় তার সঠিকত্ব বোঝা যায়। এরপরও ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হবে।’
৩ নভেম্বর নির্বাচনে জয়ী হন জো বাইডেন। তবে ট্রাম্প এই ফলাফল প্রত্যাখ্যান করে আসছিলেন। তার দাবি ভোটে কারচুপি হয়েছে। বৃহস্পতিবার পরাজয় মেনে নিলেও ভোট কারচুপির দাবি থেকে তিনি সরে আসেননি।
ট্রাম্প বলেছেন, ‘আমি সবসময় বলে আসছি, কেবল বৈধ ভোটগুলোই যাতে গণনা হয় তার জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত। এটি প্রেসিডেন্ট ইতিহাসের সর্বকালের মহান কালের সমাপ্তির প্রতিনিধিত্ব করলেও এটি, আমেরিকাকে আবার মহান করে তোলার লড়াইয়ের কেবল শুরু!’