স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবার ওসাসুনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বৈরি আবহাওয়ায় জয় পায়নি তারা। করেছে গোলশূন্য ড্র।
গেল কয়েকদিন ধরেই স্পেনে হচ্ছে তুষার ঝড়। যথারীতি শনিবার খেলা শুরু হওয়ার আগ থেকেও বৃষ্টির মতো ঝরছিল বরফ। এল সাদর স্টেডিয়ামের ঘাসের বুকে ছিল থোক থোক বরফ। সেই বরফের মধ্যেই শুরু হয় ম্যাচ। তীব্র ঠাণ্ডার মধ্যে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। তাতে জয়ও পাওয়া হয়নি চ্যাম্পিয়নদের।
এই ড্রয়ে ১৮ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে রিয়াল। অন্যদিকে ১৫ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে।
এদিকে তুষারপাতের কারণে শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচটি স্থগিত করা হয়।