আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শিনজিয়াংয়ে উইঘুর ও সংখ্যালঘু মুসলিমদের ওপর চীন সম্ভবত গণহত্যা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি দ্বিপাক্ষিক কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার দ্য কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন অন চীনা (সিইসিসি) তাদের প্রতিবেদনে বলেছে, গত বছর পাওয়া নতুন তথ্যপ্রমাণ অনুযায়ী, চীন ‘মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সম্ভবত গণহত্যা ঘটাচ্ছে।’
শিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ চীনের বিরুদ্ধে নতুন নয়। লাখ লাখ উইঘুরদের দিনের পর দিন বন্দিশিবিরে আটক রাখার অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে। তবে চীন দাবি করে আসছে, উইঘুরদের আটককেন্দ্রে নয়, বরং কারিগরি শিক্ষাকেন্দ্রে রাখা হচ্ছে। মূলত সন্ত্রাসবাদ দমনেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
জাতিসংঘ বলছে, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের শিনজিয়াংয়ে জোরপূর্বক আটক করে রাখা হয়েছে।
বেইজিং অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।