মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরে সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার রাংটিয়া মধ্যপাড়া থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন উপজেলার ডাকাবর গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমানের নেতৃত্বে রাংটিয়ার মধ্যপাড়া বটতলা কালিস্থান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৪ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়।