শ্রীবরদী (শেরপুর) : সারাদেশে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় অসহায় হতদরিদ্র মানুষগুলো নিদারুণ কষ্টে দিন পার করছে। শনিবার বিকালে হতদরিদ্র-অসহায় শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন আাগামী ইউপি নির্বাচনে ৯নং কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো. জিয়াউল হক। তিনি কুড়িকাহনীয়া ইউনিয়ন আ’লীগের সদস্য।
ইউনিয়ন আ’লীগ সাধাণন সম্পাদক সাইদুর রহমান ছুড়ির বাড়িতে মনোনয়ন প্রত্যাশী জিয়াউল হকের নিজস্ব অর্থায়নে ৭শ শীতার্ত পরিবারের সদস্যদের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপজেলা আ’লীগের সদস্য আব্দুর রশিদ মাস্টার, ৯নং কুড়িকাহনীয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ছুডি, সাবেক মেম্বার ও ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ, কুড়িকাহনীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আ’লীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।