আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে। শনিবার দলের কংগ্রেসে এ নির্বাচন হবে বলে জানিয়েছে রয়টার্স।
সেপ্টেম্বরে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল পদত্যাগ করলে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করবেন। এর সুবাদে জার্মানিতে শেষ হতে যাচ্ছে মের্কেল যুগ।
দলের ডিজিটাল কংগ্রেসে এক হাজার এক জন প্রতিনিধি নতুন সিডিইউ নেতা নির্বাচন করবেন। দলের মধ্যপন্থী হিসেবে পরিচিত আরমিন লাসচেট, রক্ষণশীল ফ্রেদারিখ মার্জ এবং পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ নরবার্ট রোয়েটজেন নেতৃত্বের জন্য প্রার্থীতা করছেন। তবে দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ক্রিশ্চিয়ান স্যোশাল ইউনিয়নের (সিএসইউ) নেতা মার্কাস সোয়েডার জরিপে এগিয়ে আছেন। আবার বেশ কয়েক জন সিডিইউ নেতা চ্যান্সেলর পদে নির্বাচনের জন্য ডায়নামিক স্বাস্থ্যমন্ত্রী জিনস স্পাহনকে চাচ্ছেন।