স্পোর্টস ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ জার্সি পরিধান করবেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ রোববার দুপুরে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানিয়েছেন। আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসির মত আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর সাথে আমাদের ক্রিকেট অঙ্গনও সম্পৃক্ত হতে যাচ্ছি।’
সেই জার্সি কেমন হবে? রং ও ডিজাইনটাই বা কি হবে? তার ব্যাখ্যা দিতে গিয়ে আকরাম খান বলেন, ‘আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। এবং জার্সিটা কিন্তু আমরা আমরাদের জাতীয় পতাকার মত করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভাল লাগবে।’
আকরাম খান আরও যোগ করেন যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ স্মারক তৈরীরও উদ্যোগ নেয়া হয়েছে।
সে কথা জানিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘বিশেষ কয়েন কিংবা অন্য কোন স্মারক- এ ধরনের কিছু জিনিস করছি আমরা।’