স্পোর্টস ডেস্ক : রোববারের রাত নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন লিওনেল মেসি। ফুটবল মাঠে গুডবয় হিসেবে পরিচিত মেসি এমন রাত কখনো দেখেননি। বিশেষ করে বার্সেলোনার জার্সিতে।
বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপারকোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও। ম্যাচে হার-জিত থাকতেই পারে। তা মেনেও নেন যে কোনো খেলোয়াড়। কিন্তু লাল কার্ড মানবেন কি করে! লিওনেল মেসি বার্সেলোনা ক্যারিয়ারে প্রথমবার দেখলেন লাল কার্ড। সব মিলিয়ে তৃতীয়বার।
ম্যাচ যখন হাত থেকে বেরিয়ে যায় তখন মেজাজ হারিয়ে বিলবাওয়ের এসিয়ের ভিয়ালিব্রেকে ঢুসা মেরে ভুপাতিত করেন মেসি। রেফারির চোখ প্রথমে তা এড়িয়ে যায়। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তাকে লাল কার্ড দেখান।
এ ঘটনায় মেসি চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। স্প্যানিশ ফেডারেশন তার ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত জানাবে। যদি চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন তাহলে বৃহস্পতিবার কোপা ডেল রের ম্যাচে করনেলার বিপক্ষে খেলতে পারবেন না মেসি। পাশাপাশি লা লিগায় ইলচে, অ্যাথলেটিক ক্লাব ও রিয়েল বেতিসের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি।
১৪ বছর পর ২০১৯ সালের ৭ জুলাই চিলির বিপক্ষে ম্যাচে দ্বিতীয় লাল কার্ড দেখেন মেসি। ম্যাচের ৩৭ মিনিটে চিলির অধিনায়ক গ্যারি মেডেলের সঙ্গে বল দখলের পর ধাক্কাধাক্কি করেন মেসি। পরবর্তীতে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। ‘ভিএআর’-এ রিপ্লে দেখার পরও সিদ্ধান্ত বদলাননি রেফারি।