1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

ভারতের সিরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পুনের মেয়র মূরলিধর মোহল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মেয়র জানান, ওই ভবনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই পাঁচ জন ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন।

পুণের জেলাশাসক রাজেশ দেশমুখও পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সিরামের প্রধান নির্বাহি আদার পুনাওয়ালা টুইটারে বলেছেন, ‘আমরা এইমাত্র কিছু বিপর্যয়কর খবর পেয়েছি। আরও তদন্তের পর আমরা জানতে পেরেছি, দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় কিছু প্রাণহানি হয়েছে। আমরা অত্যন্ত মর্মাহত এবং মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক জানাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com