স্পোর্টস ডেস্ক : ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার রাতে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে তারা সাউদাম্পটনের কাছে হেরেছে ১-০ গোলে। যা এফএ কাপে আর্সেনালের বিপক্ষে সাউদাম্পটনের পাওয়া প্রথম জয়।
এর মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে অপরাজিত থাকার ছন্দেরও পতন ঘটলো গার্নার্সদের।
অবশ্য ব্যক্তিগত কারণে আর্সেনালের হয়ে এই ম্যাচে খেলতে নামেননি অধিনায়ক পিয়েরে এমরিক আউবেমেয়াং। যদিও তিনি দলের সঙ্গেই ছিলেন।
আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে শনিবার শুরু থেকেই দারুণ খেলছিল সাউদাম্পটন। ২৪ মিনিটে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল তাদের পারফরম্যান্সের ধার বাড়ায়। তৈরি করে বেশ কিছু সুযোগও। কিন্তু সেগুলোর কোনোটি থেকেই গোল আদায় করে নিতে পারেনি।
আর্সেনালের মতো সাউদাম্পটনও বাকি সময়ে বেশ কিছু সুযোগ তৈরি করে। কিন্তু তারাও আর জালের নাগাল পায়নি। তাতে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলই ভাগ্য বদলে দেয় ম্যাচের। আর সাউদাম্পটনকে টিকিট পাইয়ে দেয় পঞ্চম রাউন্ডের। যেখানে ফেব্রুয়ারিতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে তারা।