1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

দিল্লিতে ২০০ কৃষক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২০০ কৃষককে গ্রেপ্তার করেছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে একমাসের বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছে কৃষকরা। মঙ্গলবার দিল্লিতে সহিংসতায় রূপ নেয় কৃষকদের বিক্ষোভ। তারা পুলিশের বাধা ভেঙে লাল কেল্লায় ঢুকে পড়েন। সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত ও তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ‘যথাযথ যাচাই-বাছাইয়ের পর আমরা গ্রেপ্তার করছি। আমরা লাল কেল্লা, আইটিও, নাঙ্গোলি ও অন্যান্য এলাকায় থাকা সিসিটিভিগুলোও দেখছি।

একটি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হানিশ খান বলেন, ‘৩৫০ থেকে ৪০০ ট্রাক্টরে করে আসা দুই হাজার থেকে দুই হাজার ২০০ মানুষ পুলিশের ওপর সহিংসতা , ব্যারিকেড ও কনটেইনার ভাঙচুর এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাদপুরির সোফটা গ্রামের কাছে জাতীয় মহাসড়ক অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com