স্পোর্টস ডেস্ক : কোপা ইতলিয়ার কোয়ার্টার ফাইনালে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নামে জুভেন্টাস। তার অনুপস্থিতি আঁচ করতে না দিয়ে স্পালকে চার গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
ঘরের মাঠ, চেনা পরিবেশ আর প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল স্পাল। তাই কোচ রোনালদোক না নামিয়ে দিয়েছেন বিশ্রাম। সিআরসেভেনের না থাকা বুঝতেই দেননি মোরাতা-চিয়েজারা। ৪-০ গোলে জয় হাসিমুখে মাঠ ছাড়ে জুভেন্টাস। সেমিফাইনালে ওল্ড লেডিরা মুখোমুখি হবে ইন্টার মিলানের।
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিয়ানলুকা ফ্যাবোট্রা। ডি বক্সের মাথা থেকে বাঁ পায়ের বুলেট গতির শট জড়ায় স্পালের জালে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরিনের ক্লাবটি। বিরতি থেকে ফেরার পরও বেশ কিছুক্ষণ কোনো গোলের দেখা পায়নি জুভেন্টাস। ঠিক ৭৮ মিনিটের সময় চিয়েজার ডিফেন্স চেরা পাস থেকে স্পালের জালে তৃতীয়বারের মতো বল জড়াতে ভুল করেননি ডেজান কুলুসেভস্কি। আর ম্যাচের অতিরিক্ত সময়ে শেষ বাঁশি বাজার আগে চতুর্থবারের মতো গোল করেন চিয়েজা নিজেই।
ফেব্রুয়ারির ৩ তারিখ প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে জুভেন্টাস। আর দ্বিতীয় লেগের খেলা হবে ফেব্রুয়ারির ১০ তারিখ।