স্পোর্টস ডেস্ক : শেফিল্ড ইউনাইটেডকে হারাতে পারলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আবার দখলে নিতে পারতো ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেটি আর হলো কই?
বুধবার রাতে যে তারা ২-১ গোলে হেরে গেছে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ডের কাছে। তাতে ২০ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে। ১৯ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে শীর্ষে। ২০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে শেফিল্ড রয়েছে পয়েন্ট টেবিলের ২০তম স্থানে।
শেফিল্ড এই অসাধ্য সাধন করেছে কিয়ান ব্রিয়ান ও অলিভার বুর্কের গোলে ভর করে। ওল্ড ট্রাফোর্ডে ব্রিয়ান ম্যাচের ২৩ মিনিটে গোল করে এগিয়ে নেন শেফিল্ডকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে শেফিল্ড।
বিরতির পর ৬৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ম্যানইউ। গোল করেন হ্যারি মিগুইর। তবে ১০ মিনিটের মাথায় বুর্কে গোল করে আবার এগিয়ে নেন শেফিল্ডকে। এই গোলটি আর শোধ দিতে পারেনি ওলে গুনার শুলসারের শিষ্যরা।