স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে বার্সেলোনার সঙ্গে ভালো যাচ্ছে না লিওনেল মেসির। কিন্তু মাঠে দেখা গেলো সহজাত মেসিকেই। লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে দলের জয়ে রাখেন দারুণ ভূমিকা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সা।
এলএমটেন নিজে পা রাখেন এক অনন্য মাইলফলকে। রোববার রাতে ন্যু ক্যাম্পে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন মেসি। ম্যাচের ২০ মিনিটের সময় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় অ্যাথলেটিকের জালে। এই গোলের মধ্য দিয়ে মেসি বার্সার হয়ে ৬৫০ গোলের রেকর্ড স্পর্শ করেন।
মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা নিয়ে আসে অ্যাথলেটিক ক্লাব। পরে কাতালানদের ত্রাতা হয়ে আসেন আঁতোয়া গ্রিজম্যান। ৭৪ মিনিটে গোল দিয়ে জয় এনে দেন এই ফরাসি তারকা।
বার্সার হয়ে মেসির ৬৫০ গোলের মধ্যে লা লিগাতেই আছে ৪৫০টি। তার মধ্যে ৪৯টি গোল আসে ফ্রি-কিক থেকে। তার মধ্যে লা লিগায় ৩৮ বার গোল করেন ফ্রি-কিক থেকে। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসান গ্রিজম্যান।
তিনি বলেন, ‘মেসি একজন কিংবদন্তী, আমরা তার খেলা উপভোগ করছি, আশা করি সে আমাদের জয়ে ভূমিকা অব্যাহত রাখবে।’