স্পোর্টস ডেস্ক : শেফিল্ড ইউনাইটেডের কাছে হারের পর আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে শিরোপার দৌড় থেকে খানিকটা পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ফিরলো জয়ে, সাউদাম্পটনকে নিয়ে ছেলেখেলা করলো উলা গুনার সুলশারের শিষ্যরা। মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ৯ জনের প্রতিপক্ষের জালে ৯ বার বল জড়িয়েছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের যৌথ রেকর্ড গড়েছে তারা ৯-০ গোলে জিতে।
সমান সংখ্যক গোলে ম্যানইউ ১৯৯৫ সালে ইপসউইচকে হারিয়েছিল। দুই বছর আগে একই স্কোরে হারের লজ্জা পেয়েছিল সাউদাম্পটন, তাদের উড়িয়ে দিয়েছিল লেস্টার সিটি।
১৮ মিনিটে লুক শর ক্রস থেকে অ্যারন ভ্যান-বিসাকা এগিয়ে দেন ম্যানইউকে। ম্যাসন গ্রিনউডের অ্যাসিস্টে ২৫ মিনিটে সেইন্টস কিপার অ্যালেক্স ম্যাকক্যার্থিকে পরাস্ত করেন মার্কাস র্যাশফোর্ড। তাদের তৃতীয় গোলটি উপহার দিয়েছে সাউদাম্পটন। র্যাশফোর্ডের ক্রস ঠেকাতে গিয়ে ৩৪তম মিনিটে নিজেদের জালে বল জড়ান জ্যান বেডনারেক।
বিরতির আগে এদিনসন কাভানি আরেকটি গোল যোগ করলে ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে যায় ম্যানইউ। বিরতির পর উরুগুয়ান স্ট্রাইকারের বদলি নামা অ্যান্থনি মার্শাল খুব কাছ থেকে ৬৯ মিনিটে পঞ্চম গোল করেন। রাতের ষষ্ঠ গোলটি করেন ম্যাকটোমিনে।
শীর্ষে থাকা ম্যানসিটির সমান ৪৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ২২ ম্যাচ খেলা ম্যানইউ। দুটি ম্যাচ কম খেলে গোলব্যবধানে এগিয়ে থেকে তাদের উপরে পেপ গার্দিওলার শিষ্যরা।