আন্তর্জাতিক ডেস্ক : এক বছরেরও বেশি সময় পর জনসম্মুখে আসলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিমং জং উনের স্ত্রী। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার ছিল উনের বাবা কিম জং ইলের জন্মবার্ষিকী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির ছিলেন রি সোল-জু।
রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে প্রায়ই উনকে সঙ্গ দিতে রি সোল। তবে গত বছরের জানুয়ারি থেকে তাকে আর দেখা যায়নি। তার এই অনুপস্থিতে ধারণা করা হচ্ছিল, উনের স্ত্রী হয় অসুস্থ নতুবা সন্তানসম্ভবা।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস সোমবার কংগ্রেস সদস্যদের জানিয়েছে, করোনাভাইরাসের কারনে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন রি সোল। সম্ভবত তিনি সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
উত্তর কোরিয়া অবশ্য দাবি করে আসছে, দেশটিতে করোনার কোনো সংক্রমণ নেই। তবে বিশেষজ্ঞরা এটি মানতে নারাজ।