আন্তর্জাতিক ডেস্ক : নেপালের একটি হোটেলে শ্বাসরুদ্ধ হয়ে আট ভারতীয় পর্যটক মারা গেছেন। হোটেলের ওই কক্ষে সোমবার রাতে পর্যটকরা গ্যাস হিটার ব্যবহার করেছিলেন বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুর দক্ষিণের শহর দামানের একটি হোটেলে উঠেছিলেন পর্যটকরা। মারা যাওয়া এই পরিবারের সদস্যদের মধ্যে চার শিশু রয়েছে।
পুলিশ কর্মকর্তা হবিন্দ্র বোগাতি বলেন, ‘তারা কক্ষ গরম রাখতে গ্যাস হিটার চালু করেছিল। সম্ভবত তাতেই শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছেন।’ অবশ্য ওই দলে থাকা আরো সাত পর্যটক অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।