1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের বিরোধিতা উপেক্ষা করে সবশেষ দেশ হিসেবে আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিল।

এদিকে ইসরাইলি বাহিনীকে অস্ত্র সরবরাহে আইনি ঝুঁকি থাকতে পারে জানিয়ে অস্ত্র প্রস্তুতকারক ও বিনিয়োগকারী কোম্পানিগুলোকে সতর্ক করেছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় হামলা নিয়ে ইসরাইল যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দিয়েছেন তারা। আর লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে ইসরাইলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
আর্মেনিয়ার স্বীকৃতি : আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের প্রশ্নে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া। একইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধান নীতিকেও সমর্থনের কথা জানায় দেশটি।

ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে সীমিতভাবে স্ব-শাসনের অধিকার চর্চা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর্মেনিয়ার স্বীকৃতিতে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি দুই রাষ্ট্র সমাধান নীতিকে জিইয়ে রাখার থেকে ইতিবাচক ভূমিকা রাখবে।
গত মাসে তিনটি পশ্চিমা দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এর প্রতিবাদে দেশগুলো থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরাইল। আর্মেনিয়ার স্বীকৃতির পর সে দেশের রাষ্ট্রদূতকেও তলব করেছে ইসরাইল।
ইসরাইলে অস্ত্র সরবরাহ : জাতিসংঘের বিশেষজ্ঞদের স্বাধীন একটি গ্রুপ বলেছে, ইসরাইলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি, হস্তান্তর এবং স্থানান্তর বন্ধ করতে হবে। কেননা অস্ত্র প্রস্তুতকারকদের বিনিয়োগকারী ব্যাংক ও বিনিয়োগ কোম্পানিগুলোও আন্তর্জাতিক আইনের অধীনে বিচারের ঝুঁকিতে রয়েছে।
আলজাজিরা জানিয়েছে, বৈশ্বিক বেশ কিছু প্রতিষ্ঠান ইসরাইলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব আমেরিকা, সিটি গ্রুপ, জেপি মরগান চেজ, মরগান স্ট্যানলি, নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েলস ফার্গো অ্যান্ড কোম্পানি।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক নীতির গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছে ইসরাইল। তাদের অস্ত্র সরবরাহকারী, অস্ত্র প্রস্তুতকারক এবং আর্থিক বিনিয়োগকারীদের অবশ্যই ‘হিসাব নেওয়া’ হবে।
এক বিবৃতিতে বিশেষজ্ঞরা সতর্ক করেন, এসব অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ রাখতে ব্যর্থ হলে তা মানবাধিকার লঙ্ঘন ও নৃশংস অপরাধ সংঘটনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া বা অবদান হিসেবে গণ্য হতে পারে।
হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়ানোর পরামর্শ : বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে ইসরাইলি কর্মকর্তাদের পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধের মধ্যে ইরানপন্থি হিজবুল্লাহর সঙ্গে সংঘাত যাতে আর না বাড়ে, তা ঠেকানোর প্রয়োজনীয়তার কথা ইসরাইলি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি ও কৌশলগত বিষয় সংক্রান্ত মন্ত্রী রন ডারমারের সঙ্গে এ বৈঠক করেন ব্লিঙ্কেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!