আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত দূতকে বরখাস্ত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। রাষ্ট্রদূত কিয়াও মো তুন শনিবার এই বরখাস্ত আদেশ পাওয়ার পর সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে মো তুন বলেছেন, ‘আমি যতক্ষণ পারব ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শনিবার মিয়ানমারের সরকারি টেলিভিশন চ্যানেলে জানানো হয়, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় কিয়াও মো তুনকে বরখাস্ত করা হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, তারা সামরিক জান্তা সরকারকে স্বীকৃতি দেয়নি। কোনো পরিবর্তনের ব্যাপারে তারা জান্তার কাছ থেকে নোটিসও পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, কিয়াও মো তুন এখনও জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে থাকছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক বলেছেন, ‘নিউ ইয়র্কে জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি পরিবর্তনের ব্যাপারে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।’