1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৬ জুন ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

আমেরিকার সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত অভিশংসন শুনানি শুরু হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টায় সিনেটের অধিবেশনে শুনানি শুরু হয়।

এ সময় ডেমোক্রেটরা অভিশংসনের পক্ষে নতুন প্রমাণ সংগ্রহে বারবার প্রচেষ্টা চালায়। তবে তা নাকচ করেছে সিনেট।

দ্রুত শুনানি কার্যক্রম শেষ করার উদ্দেশ্যে সোমবার দু’দিনের কর্মসূচি উত্থাপন করেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককলিন।

এই দু’দিনে ট্রাম্পের অভিশংসনের সমর্থক ও বিরোধী সিনেটররা যুক্তি উপস্থাপন করবেন। প্রতিদিন সর্বোচ্চ ১৬ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।

এরই মধ্যে অন্য রিপাবলিকান সিনেটরদের চাপের মুখে বিচারের শুনানি দ্রুত শেষ করার প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল।

এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেট নেতারা। ডেমোক্রেটরা বলছেন, এটা ধামাচাপা দেবার ঘটনা ছাড়া আর কিছুই হবে না।

একে জাতীয় লজ্জা বলে মন্তব্য করেছেন সিনেটের ডেমোক্রেট দলনেতা চাক শুমার বলেন, সাক্ষি ও নথিপত্র উত্থাপনের পর্যাপ্ত সময় না দিয়ে ট্রাম্পকে বাঁচানোর অপচেষ্টা এটি।

অন্যদিকে, দ্রুত শুনানি শেষ করার উদ্যোগে স্বস্তি প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছে হোয়াইট হাউজ।

এছাড়া, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের তদন্তে বাধা দেয়ার যে অভিযোগ রয়েছে, সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, অভিশংসনের প্রক্রিয়া শুরু করে ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্রের যে ক্ষতি করলো তা পূরণ হবে না সহজে।

তবে, সিনেটররা নিরপেক্ষ বিচারক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন।

কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ধারণা করা হচ্ছে যে, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করলেও তাকে দপ্তর থেকে সরাবে না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার কোনো প্রেসিডেন্টকে অভিশংসন বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

ক্ষমতার অপব্যবহার করে নিজের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক নেতা জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে ইউক্রেনকে চাপ দিয়েছিলেন ট্রাম্প এবং কংগ্রেসের কাজে বাধা দিয়েছেন এমন দুটি অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!