স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ থেকে অবসরে যাওয়ার ভাবনা জার্মান মিডফিল্ডার টনি ক্রুজের। গত সোমবার রিয়াল সোসিয়াদের বিপক্ষে মাঠে নেমে জার্মান ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন বিশ্বকাপজয়ী এ তারকা।
ক্রুজ পেছনে ফেলেন উলি স্টিলাইককে। রিয়ালের জার্সিতে স্টেলাইক খেলেছিলেন ৩০৯ ম্যাচ। টনি ক্রুজ নিজের কৃর্তীতে দারুণ খুশি। রিয়াল মাদ্রিদ টিভিকে উচ্ছ্বসিত হয়ে ক্রুজ বলেন, ‘এই অনুভূতি দারুণ। যখন পেছনে ফিরে তাকাই দেখতে পারি, এ ক্লাবে খেলেছেন কিংবদন্তি জার্মানরা। কে নেই সেখানে! নেটজের, সুচটার, স্টেলাইক…স্টেলাইককে ছাড়িয়ে যাওয়া সত্যিই আনন্দের। এটা দারুণ অর্জন। আমি দারুণ খুশি।’
৩১ বছর বয়সি এ ফুটবলার নিজের অবসর ভাবনা জানাতে গিয়ে বলেন, ‘আমি আগেও বলেছি, রিয়াল মাদ্রিদ থেকে অবসরে যেতে চাই। সেই চেষ্টা আমার রয়েছে। ২০১৪ সালে বিশ্বকাপ জেতার পর এ ক্লাবে যোগ দেই। উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আমার অভিষেক হয়েছিল। সেটা ছিল আমার প্রথম ম্যাচ, প্রথম শিরোপা। আমার শুরুটা ছিল স্বপ্নের মতো। আশা করছি শেষটাও হবে মধুর।’
রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত ১৩ শিরোপা জিতেছেন ক্রুজ। সব শিরোপার থেকে ২০১৮ সালের চ্যাম্পিয়নস ট্রফি তার কাছে বিশেষ কিছু। কারণটা তার মুখ থেকেই শোনা যাক, ‘আমাকে যদি একটি ট্রফির কথা বলতে হয় তাহলে কিয়েভে চ্যাম্পিয়নস ট্রফির কথা বলতে হবে।কারণ আমার পুরো পরিবার তখন মাঠে উপস্থিত ছিল। আমরা একসঙ্গে শিরোপা উৎসব করেছি। কার্ডিফে আমার সঙ্গে ছেলে ছিল। কিন্তু মেয়ে তখন ছোট ছিল।’
বয়স বাড়ছে। বাড়ছে অভিজ্ঞতা। ক্রুজও হচ্ছেন পরিণত। তবে এখনও আগের মতো সেরা হওয়ার তাড়ণা তার, `আমি প্রতি ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। চেষ্টায় থাকে আমার প্রতিটি পাস যেন সতীর্থদের বিরক্ত না করে। আমি সর্বদা পরিপূর্ণ থাকার চেষ্টা করি, যদিও আপনি কখনই নিখুঁত হতে পারবেন না।আমি নিয়মিত অনুশীলন করি এবং ধারাবাহিকভাবে নিজের কাজ করে যাই।’