1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

ভারতে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বসবাসরত প্রায় ১৭০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে এবং জোর করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ভারতে বসবাসকারী প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীর বিরুদ্ধে ধরপাকড়ের অংশ হিসেবে জম্মুতে গত এক সপ্তাহ ধরে ব্যাপক আটক অভিযান শুরু হয়।

এদিকে, আটক এসব শরণার্থীদের অনেকের হাতে জাতিসংঘের শরণার্থী সংস্থার দেওয়া পরিচয়পত্র দেখা গেছে।

গত শনিবার অভিযান চলাকালে উপযুক্ত পরিচয়পত্র নেই, এই অভিযোগে জম্মুর পাশের ক্যাম্প থেকে প্রায় কয়েকশত রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশুদের আটক করে পুলিশ। ওই এলাকায় প্রায় ৫ হাজার রোহিঙ্গার বসবাস।

আটকৃত সেসব রোহিঙ্গা শরণার্থীদের বাসে করে হীরানগরের বন্দী শিবিরে নেওয়া হয়েছে এবং মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com