আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ মার্চ) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বৃহস্পতিবার (১১ মার্চ) আল জাজিরা জানায়, গত ফেব্রুয়ারিতে ক্যানসারের চিকিৎসার জন্য ফ্রান্সে যান তিনি। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় জার্মানিতে।
আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে বার্তা দিয়েছেন। ৫৬তম জন্মদিন পালন করার মাত্র দুই দিনের মাথায় এবং ক্ষমতা গ্রহণের আট মাস পর তার মৃত্যু হলো।