স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে যাওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে কালিয়ারির বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার রাতে এক বছর দুই মাস পর ইতালিয়ান সিরি’আ লিগে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রোনালদো। এবারও প্রতিপক্ষ সেই কালিয়ারি। প্রথমার্ধে করা তার হ্যাটট্রিকে ভর করে ৩-১ গোলে ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস।
কালিয়ারির মাঠে রোনালদো ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন।
১০ মিনিটের মাথায় হেডে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ২৫ মিনিটের মাথায় ডান পায়ের শটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন। আর ৩২ মিনিটের সময় তার বাম পায়ে করা গোলে হ্যাটট্রিক পূর্ণ হয়। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইতালির চ্যাম্পিয়নরা।
এটা ছিল রোনালদোর ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিক। ইতালিতে তৃতীয়। জুভেন্টাসের হয়ে সিরি’আ লিগের বাইরে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আর একটি হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা।
বিরতির পর জুভেন্টাস আর কোনো গোলের দেখা পায়নি। তবে কালিয়ারি একটি গোল শোধ দেয়। ৬১ মিনিটের মাথায় গোলটি করেন জিওভানি সিমিওনি। তবে সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।