স্পোর্টস ডেস্ক : এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির দারুণ পরীক্ষা নিয়েছে এভারটন। শনিবার রাতে ৮৩ মিনিট পর্যন্ত তাদের আটকে রেখে এরপর খেই হারিয়েছে। শেষ মুহূর্তের দুই গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের শেষ চার নিশ্চিত করলো স্কাই ব্লুজরা।
এই জয়ে পেপ গার্দিওলার দলের কোয়াড্রপল (চার) শিরোপা জয়ের আশাও বেঁচে রইলো।
এভারটনের বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে খেলে সিটি। কিন্তু রক্ষণব্যুহ ভাঙতে পারছিল না কোনোভাবেই। প্রথমার্ধের শেষের দিকে গোলের দারুণ সুযোগও পেয়েছিল এভারটন। কিন্তু ইয়েরে মিনার হেডে সেটি জালে জড়ানো থেকে রক্ষা পায়। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
বিরতির পর ৬০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ম্যানসিটিও। কিন্তু সেটি থেকে গোল আদায় করতে পারেনি। সিটির একের পর এক আক্রমণ রুখে দিয়ে ৮৩ মিনিট পর্যন্ত এভারটন নিজেদের জাল অক্ষত রাখে। এরপর খেই হারায়। ৮৪ মিনিটে ইকলে গুনদোগান গোল করে অচলবস্থা ভাঙেন। আর ৯০ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় সিটির।