1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

শ্রীবরদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বনপাড়া – শ্রীবরদী সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে জলকেশররায় বিলের (মিরকি বিল) ইজারাদারের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে মামলা দায়েরের প্রতিবাদ করা হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ও ভুক্তভোগিরা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয ভুক্তভোগি ও এলাকাবাসী আব্দুল ওয়াহাব, ইস্রাফিল মিয়া, সবুজ মিয়া ও শহিজল হক প্রমুখ।
বক্তারা বলেন, জলকেশর রায় বিলে এখন আর পানি থাকে না। এ জন্য মাছও থাকে না। তাছাড়া বিলের চারিদিকে স্থানীয় কৃষকরা রেকর্ডকৃত জমিতে ধান চাষ করছে। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই বিলের ইজারাদার বনপাড়া ও গেরামারা গ্রামের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। এ জন্য প্রশাসন যাতে সঠিক তদন্ত করে ওই ইজারাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এতে অংশ গ্রহণ করেন আসন্ন তাতিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক, শামছূল হক ও বনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগি ও এলাকার শতাধিক লোক অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!