1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

গুলির পর পুড়িয়ে হত্যা করলো মিয়ানমারের সেনারা

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে এক ব্যক্তিকে গুলির পর পুড়িয়ে হত্যা করেছে সেনাবাহিনী। শনিবার রাতে দেশটির মান্দালে শহরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে মিয়ানমার নাউ।

রাত ৯টার দিকে অংমায়াথাজান শহরতলির মিন তে ই কিন ওয়ার্ডে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে সেনা সদস্যরা। এতে আই কো নামে ৪০ বছরের এক ব্যক্তির বুকে গুলিবিদ্ধ হয়। সেনারা আহত আই কোকে টেনে নিয়ে আসে এবং তাকে জ্বলন্ত চাকার স্তুপের ওপর নিয়ে ফেলে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সে চিৎকার করছিল এবং বলছিল, আমাকে বাঁচাও মা।’

আই কো যখন বাঁচার জন্য চিৎকার করছিল তখন সেনারা ফাঁকা গুলি ছুড়ছিল। ফলে তাকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এক স্বেচ্ছাসেবক নৈশপ্রহরী জানিয়েছেন, আই কো এর হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগেই অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই ওয়ার্ডে প্রবেশ করে। সেনাদের ঠেকাতে দেওয়া ব্যরিকেডে তারা অগ্নিসংযোগ করে। এর পরপরই সেনারা সেখানে প্রবেশ করে এবং গুলি ছুড়তে শুরু করে। আই কো আগুন নেভানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিল।

তিনি বলেন, ‘তারা টানা গুলি ছুড়ছিল। আমরা সেখান থেকে পালিয়ে আসি। গুলিবিদ্ধ ব্যক্তিকে পরে আটক করা হয়। আমার মনে হয়, গ্রেপ্তারের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com