মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী : ধ্বসে যাওয়া জরাজীর্ণ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় পাঁচ বছর যাবত যাতায়াত করছে ৬ গ্রামের কয়েক হাজার মানুষ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে বামনতলী খালের উপর এ সেতুটি সংস্কারে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ।
জানা গেছে, ১৯৯৩-৯৪ সালের দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঝিনাইগাতীর রাঙ্গামাটিয়া নতুন বাজার-তিনানী বাজার সড়কের বামনতলী খালের ওপর প্রায় ২০ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। প্রায় পাঁচ বছর আগে সেতুটির মাঝখানের অংশ ধ্বসে চলাচল অযোগ্য হয়ে পড়ে। সেতুটির মাঝখানের প্রায় অধিকাংশ ছাদ ধ্বসে নিচে পড়ে যাওয়ায় যান চলঅচল তো দূরের কথা মানুষকেও পার হতে হয় ঝুঁকি নিয়ে। যে কোন সময় পা ফসকে দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্বেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা অন্য কোন দফতর থেকে পুননির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি আজও।
রাঙ্গামাটিয়া গ্রামের কৃষক লাভলু মিয়া বলেন, প্রায় পাঁচ বছর ধরে সেতুটি এ অবস্থায় পড়ে আছে। তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করার জন্য খালটি পার হওয়া ছাড়া বিকল্প ব্যবস্থা নেই। অথচ দীর্ঘ পাঁচ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও পুনরায় সেতু নির্মাণে কেউ উদ্যোগ নিচ্ছে না।
এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে দুত সময়ের মধ্যেই সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদির।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।