1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত বলে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ রাষ্ট্রপতি পলাতক শেখ হাসিনাকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন: রিজভী ‘রাষ্ট্রপতি মিথ্যাচার ও শপথ ভঙ্গ ক‌রে‌ছেন’ শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের ভূমিকা নেই রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে যুবকের ও শেরপুরে কবিরাজের মরদেহ উদ্ধার তারিকের নির্দেশেই গুম করা হয় ফটো সাংবাদিক কাজলকে

বেতন তোলেন শরণখোলায়, চিকিৎসা দেন ঢাকা ও খুলনায়

  • আপডেট টাইম :: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেড় লক্ষাধিক মানুষ। সম্প্রতি দুইজন চিকিৎসক বদলি এবং দুইজন চিকিৎসক নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেতন ভাতা তুললেও প্রায় তিন বছর ধরে ডেপুটেশনে রয়েছে ঢাকা ও খুলনায়। এতে অসহায় রোগীরা চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আবার অনেকে বেশি টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস প্রশাসনিক কাজে ব্যস্ত ও বিভিন্ন সময় সরকারি ট্রেনিং থাকায় রোগী দেখার সুযোগ কম থাকলেও তিনি চেষ্টায় ত্রুটি করেন না। মেডিকেল অফিসার ডা. কেয়ামনি মাতৃত্বজনিত ছুটিতে থাকায় আবাসিক মেডিকেল অফিসার ডা. আসফাক হোসেনসহ তিনজন চিকিৎসকের পক্ষে বহিঃবিভাগ ও ওয়ার্ড রোগীদের চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট, মেডিসিন, সার্জারী, গাইনি, শিশু বিশেষজ্ঞসহ ১৯ জন চিকিৎসকের পদ শুন্য থাকলেও কর্মরত রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তাসহ কাগজে কলমে ৭ জন। কিন্তু বাস্তবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারসহ ৫ জন। এদের মধ্যে ডা. কেয়ামনি মাতৃত্ব জনিত ছুটিতে রয়েছেন।

অন্যদিকে সম্প্রতি ২জন মেডিকেল অফিসার উপর মহলের সাথে যোাগাযোগ করে বদলি হয়ে যাওয়ায় সংকট আরও বেশি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ডা. নাদিয়া নওরিন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দেখিয়ে বেতন ভাতা তুললেও গত প্রায় তিন বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে এটাসমেন্টে কর্মরত রয়েছেন। একই ভাবে ডা. তাহসিনা হক প্রমি শরণখোলায় কর্মরত দেখিয়ে প্রায় আড়াই বছর ধরে প্রেশনে খুলনা মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। গত ৫ আগস্ট ডা. তাহসিনা হক প্রমিকে শরণখোলায় যোগদান করার নির্দেশ প্রদান করলেও তিনি অধ্যবদি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করেননি।

তবে অন্য একটি সূত্রে জানা গেছে, ডা. তাহসিনা হক প্রমি বিশেষ ক্ষমতা বলে ফাউন্ডেশন ট্রেনিংএ কুমিল্লা বার্ডে অবস্থান করছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আসফাক হোসেন বলেন, ডা. সংকটের কারনে বহিরাগত ও ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবিা দিতে হিমশিম খেতে হচ্ছে। এমনকি শারিরীক ভাবে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া সংকট থাকায় হাসপাতালের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

এ ব্যাপারে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন বলেন, ডা. নাদিয়া নওরিনকে ডিজিতে সংযুক্ত করার বিষয়টি উর্ধ্বতন মহল প্রয়োজনবোধে কয়েছেন। অন্য সমস্যাগুলি তিনি স্বাস্থ্য অধিদপ্তর খুলনা ও ঢাকাকে অবহিত করবেন বলে জানান।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মনজুর মোর্শেদ বলেন, ডাক্তার সংকটের কারনে নতুন করে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। তবে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরিকরণসহ নতুন করে ডাক্তার নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com