আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : কোভিট ১৯ প্রতিরোধে তৃনমুল পর্যায়ে মাস্ক ও সাবান ব্যবহার নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ীর অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ সংঘের আয়োজনে বিনামুল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ১১টায় অর্নিবান সংঘের সভাপতি মন্তাজ আলী চৌধুরী‘র উপস্থিতিতে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনশ পরিবারের প্রতি ১ জনের হাতে একটি মাস্ক ও একটি সাবান তুলে দেন ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, এফডিও এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ সিরাজুল হক রিপন, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী।
এসময় সাংবাদিক হিরেন্দ্রনাথ বর্মন, বাদল চন্দ্র প্রামানিক, বুলবুল আহম্মেদ, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।