শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মিষ্টার মিয়ার স্ত্রী ও ৪ সন্তানের জননী।
জানা যায়, নিহত ফিরোজা বেগম সন্ধ্যায় নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।