নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ডোবার পানিতে ডুবে উম্মে হাবীবা হীয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হীয়া অটোরিকশাচালক হেলাল উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অটোচালক হেলাল উদ্দিনের বসতঘরের ১০ গজ দূরে ডোবায় বৃষ্টির পানি জমে। সকালে হীয়া খেলাচ্ছলে ওই ডুবায় পড়ে যায়। হীয়াকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তাকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নকলা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।