মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি ৬ শতাংশ খাস জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী তিন রাস্তার মোড় এলাকায় ৬ শতাংশ খাস জমির উপর দিয়ে রাস্তা তৈরি নিয়ে এ ষংঘর্ষ হয়।
জানা গেছে, দক্ষিণ কান্দুলী তিন রাস্তার মোড় এলাকায় রাস্তার জমি নিয়ে স্থানীয় খুসু মিয়ার সাথে সাদা মিয়ার বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে খুসু মিয়া ও সাদা মিয়ার সাথে রাস্তার জমি নিয়ে তর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। ওই সংঘর্ষে উভয়পক্ষের দুই জন করে চারজন আহত হয়। আহতদে শ্রীবরদী ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, উল্লেখিত ৬ শতাংশ জমি আগে পতিত ছিল। খুসু মিয়া তা জবর দখল করে নিয়েছে।
ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, রাস্তার জমিটি নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে সাদা মিয়া প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার মিমাংসার জন্য আমার উপর দায়িত্ব অর্পণ করেন। আমি বিষয়টি মিমাংসার জন্য গিয়ে দেখতে পাই, দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে।