রফিকুল ইসলাম, যশোর : একুশে টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠের বেনাপোল প্রতিনিধি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা পরীক্ষা করার পর রিপোর্টে পজেটিভ এলে জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা না পাওয়ায় তাদের পরামর্শে যে কোন আইসোলেশন সুবিধা সম্বলিত হাসপাতালে ভর্তির কথা বলেন। পরে শুক্রবার দুপুরের পর সাতক্ষীরার সি বি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে ৭০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।
এদিকে অসুস্থ সাংবাদিক জামাল হোসেন এর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন শার্শা-বেনাপোলের সকল সাংবাদিকবৃন্দ এবং জামাল হোসেন এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।