1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

যশোরে সংবাদকর্মীদের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
যশোর : বছরের পর বছর অবৈধভাবে ফসলী জমি বিনষ্ট করে মাটি, বালু উত্তোলনকারী, ভূমিদস্যু, যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের সন্ত্রাসী আশা বাহিনী’র আক্রমনে লাঞ্চিত হয়েছেন বেনাপোলের স্থানীয় সাংবাদিকরা। এই ঘটনাটি ঘটেছে ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের মেন্দেরটেক এলাকায়।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের মেন্দেরটেকে ফসলী জমি বিনষ্ট করে ভূমিদস্যু এবং ঐ এলাকার কুখ্যাত সন্ত্রাস আশা তার বাহিনী নিয়ে দেদারসে প্রায় শতবিঘা জমি থেকে অবৈধভাবে মাটি এবং বালি উত্তোলন করছিল। অবৈধ মাটি, বালু উত্তোলনের কাজে প্রায় ২০ থেকে ২৫টি ট্রাক এবং ট্রলি ব্যবহৃত হয়। মাটি, বালু ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ঐ সকল ট্রাক, ট্রলির চলাচলে রাস্তার ধুলি কণায় ঐ এলাকার উঠতি ইরি-বোরো ধানের ব্যপক ক্ষতি সাধন হচ্ছে এবং ঐ এলাকার পাকা-আধাপাকা রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হচ্ছে। মাটি বোঝাই ট্রাক থেকে মাটি পড়ে রাস্তার পিচের মত পুরো জমাট বেধেছে। একটু বৃষ্টি হলেই কাদাই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। সেইসাথে গাড়ির শব্দ দূষনে বাসা বাড়িতে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঠিকমত লেখাপড়া করতে পারে না। মসজিদ-মাদ্রাসাগুলোয় নামাজিরা ঠিকমত আল্লাহর ইবাদত করতে পারে না। এমন একটা পরিস্থিতিতে এলাকার মানুষ অতিষ্ট। খোঁজ নিয়ে জানা গেছে, উত্তোলনকৃত মাটি পার্শ্ববর্তী অর্নব ব্রীকস ফিল্ডে বিক্রি করা হচ্ছে।
বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কানে গেলে প্রায় ১০-১১ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মাটি,বালু উত্তোলনের স্থান ৩নং বাহাদুরপুর ধাণ্যখোলা গ্রামের মেন্দেরটেক বাওড় সংলগ্ন কৃষি জমি এলাকায় যায়। মাটি,বালু উত্তোলনের দৃশ্য ভিডিও ধারনের সময় সন্ত্রাসী,মাস্তান আশা এবং তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতে সাংবাদিকদের উপর হামলা চালায়।
হামলার বিবরন জানিয়ে সাংবাদিক সুমন জানান, দুপর সাড়ে ১২টার দিকে সংবাদ সংগ্রহের জন্য বাহাদুরপুর বাওড় সংলগ্ন মেন্দের টেকের পাশ থেকে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে- এমন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সহকর্মী ৩ জন সাংবাদিক সেখানে গিয়ে মাটি উত্তোলনের ছবি তুলি এবং মাটিবাহী ট্রাক্টর চালকের নিকট জিজ্ঞাসা করি, কে বা কারা মাটি উত্তোলন করছেন? তখন দূর হতে খালি গায়ে এক ব্যক্তিসহ ৩ জন আমাদের কাছে এসে বলে, ছবি তুললি কেন? তোর কে তোলার অনুমতি দিছে? বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে বলে, আমার এলাকায় তোদের ঢোকার পারমিশন কে দিছে? তোদের মত সাংবাদিকদের মাটিতে পুতে রাখবো। এসব বলে আমাদের সাথে থাকা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় আশা ও তার সন্ত্রাসী বাহিনীর বাবলু, সুমনসহ অরও ৬/৭ জন। তারপর তারা আমাদের শারিরিকভাবে নির্যাতন ও মারধর করে এবং ধারণকৃত ভিডিও মুছে ফেলার জন্য সাথে থাকা ক্যামেরা ও স্ট্যান্ড অস্ত্রের মুখে ছিনতাই  করে নেয়।
এদিকে একই নিউজের সংবাদ সংগ্রহে সেখানে উপস্থিত হন সাংবাদিক সাহিদুল ইসলাম শাহিনসহ তার সহযোদ্ধা ৬ জন। ঘটনাস্থলে উপস্থিত হলে আশা বাহিনী তাদেরকেও মাছের ঘেরে আটক করে নির্যাতন চালিয়ে তাদের নিকট থেকে ক্যামেরা ছিনিয়ে রেখে ভয়ভীতি ও হুমকী দিয়ে বলে, আর কখনো এই এলাকায় দেখলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। এরপর সকল সাংবাদিককে তারা মাঠের একটি ঘরে তালা বদ্ধ করে রাখে।
এ অবস্থায় সাংবাদিকদের আত্মচিৎকারে ঐ এলাকার মানুষ বেনাপোল পোর্টথানায় খবর দেয়। খবর পেয়ে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুুন খান তার পুলিশ ফোর্সের মাধ্যমে আটকে রাখা সাংবাদিকদের উদ্ধার করে।
এ বিষয়ে সাংবাদিক সাহিদুল ইসলাম বলেন, নিউজের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী আশা গং কর্তৃক সাংবাদিকদের যে লাঞ্ছিত করা হলো, এই সন্ত্রাসীর খুটির জোর কোথায় সেটা বের করতে প্রশাসন ব্যর্থ হলে আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ হাতে নেব। অবিলম্বে সন্ত্রাসী, ভূমিদস্যু আশাসহ তার সন্ত্রাসী বাহীনিকে আটক এবং সাংবাদিকদের ক্যামেরা উদ্ধার করে দিতে হবে। অন্যথায় সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
স্থানীয়রা জানান, আশা বাহিনীর কবলে কৃষি জমি বিলীন হলেও নির্যাতনসহ গুম খুনের ভয়ে মুখ খোলে না কেউ। সন্ত্রাসী আশা মাদক, গরু পাচার, জমি জবর দখল, নারী নির্যাতনসহ নানা অপকর্ম করে এলাকায় একটা ত্রাস সৃষ্টি করে রেখেছে।
এ ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানির পর শার্শা উপজেলার সংবাদ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com