মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চাপাঝোড়া গ্রামের শত বছরের একটি সরকারী খাল দখল করে জমশেদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, প্রায় ১শ একরের অধিক আবাদী জমিতে প্রবেশ করা গারো পাহাড়ের পানির ঢল, বৃষ্টির পানি ও বন্যার পানি চাপঝোড়া মাটিয়া মসজিদ সংলগ্ন প্রায় শত বছরের পুরনো একটি মাত্র খাল দিয়ে নিষ্কাশন হয়। সরকারী ওই খাল নিজের রেকর্ডভুক্ত জমি দাবী করে সম্প্রতি অন্যত্র বসতবাড়ি থাকা সত্বেও খালটি সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে বাড়ি নির্মাণ করেছেন জমশেদ আলী।
এলাকাবাসী জানান, খালটি পুনরুদ্ধার করা না গেলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্রায় শতাধিক চাষীর ফসলি জমি নষ্ট হয়ে যাবে। একইসঙ্গে বসবাস করাও কষ্টকর হয়ে পড়বে। এমতাবস্থায় এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।