নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ড্রামট্রাক চাপায় নাজির হোসেন নামে এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামে মাটি কাটার কাজ চলছিল। সন্ধ্যা সাতটার দিকে একটি ড্রামট্রাক মাটি ভর্তি করার সময় ট্রাকের নিচে চাকার কাছ থেকে মাটি সড়ানোর কাজ করছিল নাজির হোসেন (৫০)। এসময় অসাবধানতাবশত চালক ট্রাক এগুতে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজির। এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। নাজির ওই গ্রামেরই মৃত ওয়াহেদ আলীর ছেলে।