নালিতাবাড়ী (শেরপুর) : নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলন ও পরিবহনে জড়িত তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এ দণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোগাই নদীর নিষিদ্ধ স্থান হাতিপাগার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে হাতিপাগার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস। অভিযান চলাকালে বালু উত্তোলনে জড়িত হাতিপাগার গ্রামের শ্রমিক শামসুল আলম (৩০), একই গ্রামের বালু ব্যবসায়ী সোহেল (২৮) ও নয়াবিল হাতিপাগার গ্রামের বালু ব্যবসায়ী আবু সামাকে (৩৬) হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ প্রমাণিত হওয়ায় শামসুলকে ৭ দিনের এবং সোহেল ও আবু সামাকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আরও এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।