আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশটিতে ১২ এপ্রিল শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে । অথাৎ আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে রমজান মাস।
রোববার খালিজ টাইমস এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের দিন অর্থাৎ শনিবার সৌদি চাঁদ দেখা কমিটির বৈঠক হয়েছিল। একই দিন দেশটির নাগরিকদের কোথাও চাঁদ দেখা গেলে বিষয়টি কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।
প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে রমজান মাস পালন শুরু হয়।