1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেছেন বীর বাহাদুর উশৈসিং এমপি।
রবিবার (১১ এপ্রিল) সকালে বীর বাহাদুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জনসচেতনতা মূলক এক অনুষ্ঠানে এই কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। এসময় মন্ত্রী নিজেই শহরের বেশ কয়েকটি পয়েন্টে উপস্থিত হয়ে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেন।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলুসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বীর বাহাদুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শহরের ট্রাফিক মোড় এলাকায় অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বলেন, সারাদেশের ন্যায় বান্দরবানে করোনার প্রকোপ দেখা দিয়েছে। আগামী দিনগুলোতে নিজ এলাকা ও সাধারণ মানুষকে নিরাপদে রাখতে সচেতনতার কোন বিকল্প নেই। তাই সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের জন্য আহ্বান জানান তিনি।
বীর বাহাদুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, বান্দরবানে করোনা মোকাবেলায় বীর বাহাদুর ফাউন্ডেশনের সদস্যরা কাজ করে যাচ্ছে এবং পুরো বান্দরবান সদরে ১০ হাজার মাস্ক বিতরণের পাশাপাশি উপজেলাগুলোতে এই কার্র্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com