শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: রক্ষণা-বেক্ষণের অভাবে শেরপুরের নকলার গণপদ্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন বেহাল দশা। ঘরগুলো হয়ে পড়েছে মানুষ বসবাসের অনুপযোগী। জরাজীর্ণ ঘর, বর্ষায় ঘরে পানিসহ নানা সমস্যার মুখে প্রকল্পের ঘর ছেড়ে চলে গেছেন আশ্রিত বেশ কয়েকটি পরিবার
১৯৯৮ সালে নকলা উপজেলার গনপদ্দির গজারিয়াতে এই আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে সরকার। তখন প্রকল্পের আওতায় ঘর বরাদ্দ পায় ৪০টি ভূমিহীন পরিবার। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। জরাজীর্ণ হয়ে পড়েছে ঘরের চাল থেকে বেড়া। ফলে আশ্রিতদের অনেকেই চলে গেছেন অন্যত্র।
আশ্রিতদের অভিযোগ, গত বিশ বছরে তাদের কোনো খবর নেয়নি সরকার। প্রকল্পের পানি ও স্যানিটেশনের অবস্থাও নাজুক। সামান্য বর্ষায় ঘরে জমে পানি। কেউ মারা গেলেও লাশ নেওয়ার মত নেই কোন রাস্তা। দুপায়ের রাস্তা দিয়ে সব সময় চলাচল করতে হয় এইসব লোকদের।
আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর জরুরী সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। তাই দ্রুত ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করার দাবি আশ্রিতদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলে, এই ঘরগুলো সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে কয়েকবার বলা হয়েছে এবং লিখিত আকারেও জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা দ্রুত সংস্কার করব।