আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এসব অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছার চেষ্টা করেছিলেন। শুক্রবার তিউনিসিয়ার বেসামরিক সুরক্ষা সেবা বিভাগের পরিচালক মুয়ার্দ মিসরি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে নৌকাটি সাফাক্স থেকে যাত্রা শুরু করেছিল…কোস্টগার্ড এ পর্যন্ত ২১টি মৃতদেহ উদ্ধার করেছে এবং এখনও উদ্ধার অভিযান চলছে।’
উন্নত জীবনের প্রত্যাশায় গোপনে ইউরোপ পাড়ি জমাতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্রের দেশগুলোর অভিবাসন প্রত্যাশীদের একটি গুরুত্বপূর্ন যাত্রাপথ হয়ে উঠেছে তিউনিসিয়ার বন্দর নগরী। গত মাসে সাফাক্স উপকূলে নৌকাডুবে ৩৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। গত বছরের জুনে একই এলাকায় মারা যায় ৬০ জন অভিবাসন প্রত্যাশী।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী সাগরপথে ইউরোপ যাওয়ার সময় নৌকা ডুবে মারা গেছে। চলতি বছর অন্তত ৪০০ অভিবাসন প্রত্যাশী মারা গেছে ভূমধ্যসাগরে।