কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল আলমের সুস্থতা কামনায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিটি কার্যালয় এ দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইউনিটির সদস্য সাংবাদিক ফোরকানুল ইসলাম।
এসময় কলাপাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: শরিফুল হক শাহিন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলামসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।